ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ০৩:৩৩ এএম, ২০ মার্চ ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ।
এ পৌরসভার মোট ৩৭,১০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮,৬৩০ জন ও নারী ভোটার ১৮,৪৭৩ জন।

voter

এখানে ১৯টি ভোটকেন্দ্রে ১২০টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে প্রতিটিই গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। নির্বাচনে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৬ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত রয়েছেন।

এসএস/এমএস