খুলনা মেডিকেলে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু
ফাইল ছবি
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ওই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
আরও পড়ুন: সাঈদীকে খুলনায় দাফন না করার দাবিতে বিক্ষোভ
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে খুলনায় সর্বমোট ৫৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮১ জন ডেঙ্গুরোগী।
আলমগীর হান্নান/জেএস/জিকেএস