ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতের স্বাধীনতা দিবসে হিলিতে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৫ আগস্ট ২০২৩

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দু’বাহিনীর মাঝে এই মিষ্টি বিনিময় হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার রমেশ কুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময়সহ সীমান্তের নানা বিষয় নিয়ে কথা বলেন। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতেই হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের পক্ষ থেকে বাংলাদেশের কাস্টমস ও ইমিগ্রেশনকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

মো. মাহাবুর রহমান/এফএ/এএসএম