গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলরুট থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত যুবকের পরিচয় পাওয়া যানি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে সাদা-হলুদ চেক লুঙ্গি ও ছাই রংয়ের হাফ শার্ট রয়েছে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: দাদন মিয়া জানান, ভাওয়াল গাজীপুর এলাকায় অজ্ঞাত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথার আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস