ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চলছে হারাগাছ পৌরসভার ভোটগ্রহণ

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২০ মার্চ ২০১৬

রংপরের হারাগাছ পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। কোন কোন কেন্দ্রে দীর্ঘ লাইন ধরে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে পুরুষদের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় র্যাব পুলিশের পাশাপাশি বিজিবির টহল অব্যাহত আছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে।

Haragas--Nirbachon

হারাগাছ পৌরসভায় ৪ জন মেয়র, ৩৮ জন সাধারণ এবং ১৪ জন সংরক্ষিত কাউন্সিল ভোটযুদ্ধে লড়ছেন। ২০টি কেন্দ্রে ৪৮ হাজার ২০৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ২২ হাজার ২৮৭ জন।  

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের দীর্ঘ লাইন। স্বতঃস্ফূর্তভাবে নারী ও পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাব উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জিতু কবীর/এসএস/আরআইপি