প্রেম করে বিয়ে, মোবাইলে কথা বলা নিয়ে ৩ মাস পর আত্মহত্যা
ফরিদপুরের সালথায় প্রেম করে বিয়ের তিন মাসের মাথায় আত্মহত্যা করেছেন তানিয়া বেগম (১৯) নামের এক গৃহবধূ।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া বেগম ওই গ্রামের ইয়াছিন মাতুব্বরের স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া ও ইয়াছিন মাতুব্বরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস ২০ দিন আগে তাদের বিয়ে হয়। তবে মাঝে মধ্যে তাদের ঝগড়া হতো। মোবাইলে কথা বলা নিয়ে শুক্রবার সকালে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয় তানিয়ার। এর জের ধরে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আওলাদ হোসেন বলেন, বিকেলে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান