ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডেঙ্গু কেড়ে নিলো আইনজীবীর প্রাণ

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১৮ আগস্ট ২০২৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জজ কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল বাছেদ (৭৫) মারা গেছেন। শুক্রবার (১৮ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল বাছেদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহসিনা আক্তার আঁখি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বাবা টাঙ্গাইল শহরের সাবালিয়ার বাসায় থেকে জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করতেন। গত ১৪ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৪০০ ছাড়ালো

তিনি আরও জানান, প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টায় মারা যান তিনি।

জুমার নামাজের পর টাঙ্গাইল কোর্ট চত্বরে প্রথম এবং বাদ আছর বাসাইল উপজেলার আইসরায় নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরিফ উর রহমান টগর/বিএ