ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির পদযাত্রায় ইউনিয়ন সভাপতির মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৯ আগস্ট ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদযাত্রায় এসে মোহাম্মদ মিয়াচাঁন (৫৫) নামে এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুরের দিকে পৌর শহরের কাউতুলি স্টেডিয়াম মার্কেটের সামনে স্ট্রোক করে মৃত্যু হয় মিয়াচাঁনের।

মৃত মিয়াচাঁন বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মৃত মালু মিয়ার ছেলে। তিনি চরইসলামপুর ইউপির ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও তিনবারের ইউনিয়ন বিএনপির সভাপতি।

বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন মুন্সি বলেন, কাউতুলি থেকে ২০০ লোকের একটি পদযাত্রা সরকারি কলেজের সামনে আসার পথে কাউতুলি স্টেডিয়াম মার্কেটের সামনে এলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিয়াচাঁন। পরে সবাই তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে জানান।

মৃতের ভাতিজা মো. মাহাবুব বলেন, বিএনপির মিছিলে গিয়ে কাকা হটাৎ পড়ে যান। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ডাক্তার জানিয়েছেন কাকা স্ট্রোক করেছেন।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম