ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেশার টাকা না পেয়ে মাকে খুন

প্রকাশিত: ০২:১৩ পিএম, ২০ মার্চ ২০১৬

পেকুয়ায় মাদকাসক্ত ছেলের হাতে নিষ্ঠুরভাবে খুনের শিকার হয়েছেন গর্ভধারিণী মা। নেশার টাকা না পেয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে পাষণ্ড ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে  পাঠিয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের বাইম্ম্যাখালী সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর পরই গা-ঢাকা দিয়েছে খুনি ছেলে। নিহতের নাম দিলোয়ারা বেগম (৫০)। তিনি ওই এলাকার নুরুল আলমের স্ত্রী।

স্থানীয় সূত্র জানিয়েছে, ওইদিন সকালে নুরুল আলমের ছেলে আজিজুর রহমান (২৫) তার মায়ের কাছ থেকে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করে। এসময় মা দিলোয়ারা বেগম ছেলের প্রস্তাবে সম্মত হননি। এর সূত্র ধরে পাষণ্ড ছেলে উত্তেজিত হয়ে তার বাড়ির ব্যবহৃত ধারালো দা দিয়ে মাকে স্বজোরে মাথায় কোপ দেয়। এতে মায়ের মাথার উপরি অংশ মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মা।

স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য পেকুয়ায় নুর ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসেন। সেখানে কতর্ব্যরত চিকিৎসক মুজিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিলোয়ারা বেগম ৪ ছেলে ও ১ মেয়ের মা। এদের মধ্যে ঘাতক আজিজুর রহমান প্রায় সময় মাতাল অবস্থায় থাকেন। পরিবারের অবাধ্য ছেলে হিসেবে সে প্রতিনিয়ত মাদকদ্রব্য পান করে। বিভিন্ন সময় বিশৃঙ্খলাসহ অন্যায় কাজে লিপ্ত হয়।
 
নিহত দিলোয়ারার স্বামী নুরুল আলম জানিয়েছেন, আমার স্ত্রীকে নিষ্ঠুরভাবে খুন করেছে তার পেটে ধরা সন্তান। গত ৬ মাস আগে আজিজুর রহমান তার স্ত্রীকেও কুপিয়ে জখম করে। ওই ঘটনায় সে জেলেও ছিল।

পেকুয়া থানা পুলিশের ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আজিজুর রহমানকে পুলিশ খুঁজছে।

সায়ীদ আলমগীর/ এমএএস/পিআর