ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামিনে মুক্তি পেলেন বগুড়া বিএনপির সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২২ আগস্ট ২০২৩

বগুড়ায় পুলিশের করা তিন মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এক স্বেচ্ছাসেবক দল নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এসময় বিএনপির পক্ষ থেকে কারামুক্ত দুই নেতাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে তাদেরসহ মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।

কারামুক্ত দুই নেতা হলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল।

এসময় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান উপস্থিত ছিলেন।

সমাবেশে কারামুক্ত বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, অবৈধ সরকার নিশ্চিত পতন বুঝে জেল ও জুলুম করে বিএনপিকে দমাতে চাইছে। তবে এই সরকারের পতন অনিবার্য ও সন্নিকটে।

এর আগে গত ১৪ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পান বগুড়া বিএনপির এই দুই নেতা। হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত বেঞ্চ তাদের ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

তারও আগে গত ১৮ জুলাই বগুড়ায় বিএনপির এক দফা দাবিতে পদযাত্রাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলসহ শতাধিক বিএনপি নেতাকর্মীদের নামে সদর থানায় তিনটি মামলা করে পুলিশ। কর্তব্যরত পুলিশের ওপর হামলা, সরকারি স্থাপনায় ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ একাধিক অভিযোগ এনে মামলাগুলো করা হয়। মামলার পর রাতেই বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘ একমাস পর দুই নেতা কারামুক্ত হয়েছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তারা আবারও আগের মতো সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা রাখি।

এমআরআর