ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে গাঁজাসহ একই পরিবারের ৩ কারবারি আটক

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৩ আগস্ট ২০২৩

জামালপুরের সদর উপজেলায় ২৩ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন কারবারিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাতে শিলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার শিলকুড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৬) ও মো. রিপন মিয়া ওরফে দুখু (৪০) এবং রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)।

আরও পড়ুন: যশোরে বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন মুঠোফোন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তারা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছে। মঙ্গলবার রাতে উপজেলার শিলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলমান।

মো. নাসিম উদ্দিন/জেএস/এএসএম