যশোরে বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৩ আগস্ট ২০২৩

যশোরের শার্শায় বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ মাসুদ রানা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশি ইউনিয়নের খাজুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ রানা বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আরও পড়ুন: মসজিদে যাওয়ার পথে ইমামকে কুপিয়ে জখম

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাসের নেতৃত্বে একটি দল শার্শা উলাশি ইউনিয়নের খাজুরা এলাকায় অভিযান চালায়। এ সময় মাসুদ নামের এক যুবকের দেহ তল্লাশি করে একটি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মাসুদ রানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।