ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডেঙ্গুরোগী, একদিনে আক্রান্ত ১৮

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৪ আগস্ট ২০২৩

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায় বেড়ে চলছে ডেঙ্গুরোগীর সংখ্যা। একদিনে এ জেলায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। এনিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালে ৫৫২ জনে।

বুধবার (২৩ আগস্ট) রাত পৌনে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ জানান, একদিনে জেলায় ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জেলা সদরে তিনজন, বাঞ্ছারামপুরে সাতজন, কসবায় তিনজন, নবীনগরে দুজন, নাসিরনগরে তিনজন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে ৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আটজন।

তিনি আরও জানান, জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/এএসএম