ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:৪৭ এএম, ২৫ আগস্ট ২০২৩

দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের আট নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক সুমন রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিহাব ও দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাওন হাসান প্রান্ত, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সোবহান মৃধা ও প্রাথমিক সদস্য আমিনুল ইসলাম।

আরও পড়ুন>> সাঈদীকে নিয়ে ফেসবুক পোস্ট, বহিষ্কার হলেন ২১ ছাত্রলীগ নেতা

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সাময়িক বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল। এজন্য জরুরি সিদ্ধান্ত অনুযায়ী আট নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

এম এ মালেক/ইএ