ছাত্রলীগের বহিষ্কৃতরা ছিল অনুপ্রবেশকারী: বাসস এমডি
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ করা হয়, বদনাম করা হয়। যুবলীগের বিরুদ্ধে কথা বলা হয়। আজ সাঈদীর মৃত্যুর পর দেখা গেলো তারা করা! শত শত জনকে বহিষ্কার করা হচ্ছে-তারা কিন্তু অনুপ্রবেশ করেছিল। তাদের আওয়ামী লীগের সহযোগী সংগঠনে অনুপ্রবেশ ঘটানো হয়েছিল।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
আরও পড়ুন: সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, আরও ১১ নেতাকর্মী বহিষ্কার
আবুল কালাম আজাদ বলেন, এর দায় আওয়ামী লীগেরও আছে, সহযোগী সংগঠনেরও রয়েছে। তারা কেন বাছাই না করে এদের নিল। তারা পরিকল্পিতভাবে দলে ঢুকেছিল।
বাসস এমডি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে সেটি কোনোভাবেই মোচনীয় নয়। খুনিদের বিচার হওয়া মানে তাদের শাস্তি হলো মাত্র। খুনীচক্র দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসাবেই তাদের হত্যা করেছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফইউজে-বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বক্তব্য রাখেন।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম