চারঘাটে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার
ফাইল ছবি
রাজশাহীর চারঘাটে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় প্রধান আসামির বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি আরও বলেন, কয়েকদিন আগে মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে দায়েরকৃত মামলার প্রধান আসামি ও মাদক ব্যবসায়ী আফজাল হোসেনের রাওথা এলাকার বাড়ির ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির ভিতরে কবুতর রাখা বাক্সের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
এ ঘটনায় আজ দুপুরে সিহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম বাদী হয়ে আফজাল হোসেনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
এর আগে, ১০ মার্চ সকালে উপজেলার রাওথা এলাকার আব্দুর রহমানের বাড়িতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে দুই যুবক আহত হয়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনায় সহকারী উপ-পরিদর্শক বজলুর রশিদ বাদী হয়ে মাদক ব্যবসায়ী আফজাল হোসেনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। তারই প্রেক্ষিতে রোববার গভীর রাতে আফজালের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শাহরিয়ার অনতু/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি