ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিতাসে বালু উত্তোলন

ড্রেজার-বাল্কহেড জব্দ, দুই জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৭ আগস্ট ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই ড্রেজারচালক ও চার শ্রমিককে আটক করা হয়।

রোববার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাজকৃষ্ণপুর এলাকা থেকে ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

jagonews24

আরও পড়ুন: মেঘনায় তিন বাল্কহেড জব্দ, আটক ৬

তিনি জানান, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় দুই ড্রেজারচালককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে চার শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/জিকেএস