ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোর্স কারিকুলাম সংশোধনে ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৮ আগস্ট ২০২৩

স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবিতে সারাদেশে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে ম্যাটস শিক্ষার্থীরা।

সোমবার (২৮ আগস্ট) ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুই শতাধিক শিক্ষার্থী সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর ম্যাটসের শিক্ষার্থীরা নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। কর্মসংস্থান সৃজন করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করতে হবে। ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স বাতিল ও কারিকুলাম সংশোধন করতে হবে। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল অ্যাডুকেশন বোর্ড গঠন করতে হবে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ৪ দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

অনির্দিষ্টকালের ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট চলাকালীন বক্তব্য রাখেন সংগঠক সোহানুর রহমান, আবদুল হাকিম, রাবিনা আক্তার, নাজনীন সুলতানা, আশ্রাফ সোহাগ প্রমুখ।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস