ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হিজলায় এক প্রার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১১ এএম, ২১ মার্চ ২০১৬

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. গিয়াসউদ্দিনকে কুপিয়ে জখম করেছে  দুর্বৃত্তরা। সোমবার সকালে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন।

মো. গিয়াসউদ্দিন হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

গিয়াসউদ্দিন জানান, তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে কিছুদূর পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে এবং নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলে। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গিয়াস উদ্দিন অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হুমায়ুন কবীরের ভাড়াটে সন্ত্রাসীরা তার ওপর এ হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি হিজলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হিজলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি ) গোলাম সরোয়ার জাগো নিউজকে জানান, বড়জালিয়া ইউনিয়নের সদস্য প্রার্থী মো. গিয়াসউদ্দিনের ওপর হামলার ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে।

সাইফ আমীন/এমএএস/আরআইপি