ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির কাছে বাংলাদেশ না, পাকিস্তান ভালো: কাদের সিদ্দিকী

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:১১ পিএম, ৩০ আগস্ট ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিএনপির কাছে বাংলাদেশ ভালো না, পাকিস্তান ভালো। আর যাদের কাছে বাংলাদেশ ভালো না, তারা বাংলাদেশে থাকবে কেন? পাকিস্তানে চলে যাক।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় এ কথা বলেন তিনি।

jagonews24

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর পরে পাকিস্তানের দ্বিতীয় জনপ্রিয় নেতা ইমরান খান। ইমরান খান বুঝতেছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দিয়েছেন। অচল কেস, তারপরও তিনি মুক্তি পাননি। পাকিস্তানে গিয়ে দেখেন কেমন স্বাদ। কিন্তু আমরা পাকিস্তান বানাতে দেবো না, এতে যদি শেখ হাসিনাকে আরও ১০ বছর ক্ষমতায় থাকতে হয় থাকুক, অসুবিধা নেই।

তিনি আরও বলেন, পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশে পাকিস্তানের কোনো অস্তিত্ব নাই। পাকিস্তান বাংলাদেশের মা-বোনের সম্মান নষ্ট করেছে। ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। সেজন্য আমরা পাকিস্তানের পক্ষের কোনো লোককে মাথায় নিতে চাই না।

jagonews24

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার চৌধুরী), কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, রহিমা সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী।

কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু প্রমুখ বক্তব্য দেন। এসময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এমআরআর/জিকেএস