ট্রেনের ছাদ থেকে লাফ, গাছের সঙ্গে ধাক্কায় যুবকের মৃত্যু
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে নামার সময় গাছের সঙ্গে ধাক্কায় কাওসার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাওসার পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
পীরগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার সোহরাব আলী সুজন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: লাইনচ্যুত ‘ইঞ্জিন রেখেই’ চলে গেলো ট্রেন
তিনি বলেন, বুধবার দুপুরে পঞ্চগড় রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পঞ্চগড় এক্সপ্রেস। পথে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির ছাদ থেকে মাটিতে ঝাঁপ দেন কাওসার। এসময় তিনি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, টিকিট না নিয়ে কাওসার ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করছিলেন। ভোমরাদহ রেলস্টেশনে পৌঁছালে তিনি ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে নামার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
সোহরাব আলী সুজন আরও বলেন, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তানভীর হাসান তানু/জেএস/এএসএম