লাইনচ্যুত ‘ইঞ্জিন রেখেই’ চলে গেলো ট্রেন
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে এগারোসিন্ধুর প্রভাতীর ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। পরে লাইনচ্যুত ওই ইঞ্জিন রেখেই বিকল্প ইঞ্জিন দিয়ে কিশোরগঞ্জ স্টেশনে যায় ট্রেনটি।
রোববার (২৭ আগস্ট) এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জ স্টেশন থেকে যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এগারোসিন্ধুর প্রভাতী।

এ বিষয়ে ট্রেনের লোকোমাস্টার আব্দুর রহমান বলেন, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর কিশোরগঞ্জ থেকে আসা বিকল্প একটি ইঞ্জিন দিয়ে যাত্রীবাহী ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে আনা হয়। তারপর বিকেল সাড়ে চারটার দিকে এই স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার অভিমুখী যাত্রা করি। দুর্ঘটনা কবলিত ইঞ্জিনটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।
ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া জানান, ভৈরব স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইনে ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয় ইঞ্জিন। এরপর ওই ইঞ্জিন উদ্ধারের জন্য আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন এসে দুপুর দেড়টায় কাজ শুরু করে।
রাজীবুল হাসান/কেএসআর