ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৭:২৫ পিএম, ৩১ আগস্ট ২০২৩

ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এনামুল হক সাব্বিরকে (৩৮) রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাব্বির জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি কাকুরিয়া মাছিম গ্রামের মৃত আবু চানের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

পুলিশ জানায়, সাব্বির চট্টগ্রামে বসবাস করতেন। সেখানে এক নারীকে অপহরণ করে ধর্ষণের অপরাধে মামলা হয়। পরে আদালত তাকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ও অপহরণের অপরাধে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে বুধবার সন্ধ্যায় সাব্বিরকে গ্রেফতার করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বৃহস্পতিবার সাব্বিরকে কারাগারে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম