ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারিকেল গাছ থেকে পড়ে প্রাণ গেলো কিশোরের

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১০:০৮ পিএম, ৩১ আগস্ট ২০২৩

শরীয়তপুরে নারিকেল গাছ থেকে পড়ে মুরছালিন মুন্সি (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।

নিহত মুরছালিন ওই এলাকার আনোয়ার মুন্সির ছেলে।

স্বজনদের বরাতে ওসি জানান, মুরছালিন নামের ওই ছেলেটি অর্থের বিনিময়ে এলাকার বিভিন্ন লোকের বাড়িতে থাকা নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে দিতো। বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবেশীর বাড়িতে নারিকেল পাড়ার সময় গাছ থেকে পড়ে গিয়ে বুকে ব্যথা পায়। পরে বিষয়টি মুরছালিন বাড়িতে ফিরে তার মাকে জানায় এবং একটু পরেই জ্ঞান হারিয়ে ফেলে। এসময় পরিবারের লোকজন মুরছালিনকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

এসআর