ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১০:৩২ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে অমরজিৎ মণ্ডল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অমরজিৎ মণ্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুরারিকাঠি গ্রামের শম্ভু মণ্ডলের ছেলে। তার বাবা-মা মেসার্স তাকি ব্রিকস ফিল্ডে শ্রমিকের কাজ করেন।

অমরজিতের মা অপরাজিতা মণ্ডল বলেন, রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ছেলেকে সাপে কামড় দেয়। টের পেয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন: সাপের কামড়ে কিশোরের মৃত্যু

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফারিহা মাসফিকা মালেক জাগো নিউজকে বলেন, বিষধর সাপের কামড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস