হবিগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২
ফাইল ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই উপজেলার জাজিউতা গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক কাশেম আলী ও যাত্রী মাধবপুর গ্রামের ফরিদ মিয়া (৫০)।
আরও পড়ুন: অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৪
পুলিশ ও স্থানীয়রা জানায়, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী ফরিদ মিয়া ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাশেম মারা যান। বাকি দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আহমেদ জানান, গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস