ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মহেশখালী পৌর নির্বাচনে গুলিবিদ্ধ টমটম চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২১ মার্চ ২০১৬

কক্সবাজারের মহেশখালী পৌর নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত আব্দুর শুক্কুর নামের এক ইজিবাইক (টমটম) চালক মারা গেছেন। রোববার রাতে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি মহেশখালী পুটিবিলা এলাকার আবুল কাশেমের ছেলে।

নিহতের ছোট ভাই সরওয়ার জানান, তার ভাই একজন টমটম চালক। রোববার বিকাল সাড়ে ৩ টায় ঘোনার পাড়া ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী (বেসরকারিভাবে নির্বাচিত) মকসুদ মিয়া ও একই দলের বিদ্রোহী প্রার্থী সরওয়ার আজমের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনিসহ আহত হন অন্তত ৩০ জন।
 
মহেশখালী থানা পুলিশের ওসি তদন্ত দিদারুল ফেরদৌস জানান, রোববার বিকেলের দিকে কয়েকটি ভোট কেন্দ্রে সমর্থকরা ঝামেলা করেছে। এতে উভয়পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় আহত শুক্কুর নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ঘটনায় বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। এখনো পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 
কক্সবাজার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজী জানান, রোববার রাতে ১০ টার দিকে গুলিবিদ্ধ আব্দুর শুক্কুরকে হাসপাতালে আনা হয়। আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছিল। তার ডান হাতে ও মাথার ডান পাশে দু’টি গুলির চিহৃ রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি