ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে শ্রমিক নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া এলাকায় আলীজান (৫৫) নামে এক খাদ্য গুদামের শ্রমিককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় রুহিয়া বাংলাবাজার মোড়ের মদিনা বেকারির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, সন্ধ্যায় রুহিয়া এলাকায় বাংলাবাজার মোড়ের মদিনা বেকারির সামনে কয়েকজন দুর্বৃত্ত আলীজানকে পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন আলীজানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক কলহের জেরে ধরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
রবিউল এহসান রিপন/এআরএ/এবিএস