ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ডেঙ্গুতে ২ গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফেরদৌসি বেগম (৪৮) ও সুরাইয়া বেগম (২৫) নামে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এর সত্যতা নিশ্চিত করেছেন।

ফেরদৌসি বেগম নগরকান্দা উপজেলার জুংগুরদিয়া গামের আব্দুস সামাদের স্ত্রী ও সুরাইয়া বেগম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।

আরও পড়ুন: টাঙ্গাইলে একদিনে আরও ৫০ জনের ডেঙ্গু শনাক্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে সুরাইয়া বেগম হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে তিনি মারা যান। অন্যদিকে ১৮ আগস্ট ফেরদৌসি বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনিও মারা যান।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, এ জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৯৯ জন। চলতি বছর জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

এন কে বি নয়ন/জেএস/জেআইএম