টাঙ্গাইলে একদিনে আরও ৫০ জনের ডেঙ্গু শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

সারাদেশের মতো টাঙ্গাইলেও বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮০১ জনে।

শনিবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বরগুনায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় ছয়জন, মির্জাপুর উপজেলায় ২২ জন, মধুপুর উপজেলায় পাঁচজন, গোপালপুর উপজেলায় চারজন আর ধনবাড়ী উপজেলা রয়েছেন চারজন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৮০১ জন। মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬৪৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৫৩ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন।

আরিফ উর রহমান টগর/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।