দৌলতদিয়ায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি
রাজবাড়ীতে হু হু করে বাড়ছে পদ্মার পানি। জেলার তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বেড়ে এখন জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে দৌলতদিয়ার পানি পরিমাপক (গেজ রিডার) সালমা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, পদ্মা নদীর পানি পরিমাপের জন্য রাজবাড়ী জেলা সদরের মহেন্দ্রপুর, পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়ায় গেজ পয়েন্ট রয়েছে। এরমধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে শনিবার (২ সেপ্টেম্বর) পানি বিপৎসীমা অতিক্রম করে। এছাড়া মহেন্দ্রপুর ও সেনগ্রাম পয়েন্টে পদ্মার পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।
এদিকে, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা দেখা দেয়নি। এমনকি কোনো নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবরও তাদের কাছে নেই। প্রস্তুতি হিসেবে ফ্লাড সেন্টার প্রস্তুতের পাশাপাশি সাড়ে চারশ টন চাল ও নগদ ৬ লাখ ৬০ হাজার টাকা রয়েছে। এছাড়া তারা সব সময় এ বিষয়ে খোঁজ-খবর রাখছেন।
রুবেলুর রহমান/এমআরআর/এমএস