ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে একদিনে আরও ২৫ জনের ডেঙ্গু শনাক্ত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এসব নতুন শনাক্ত ডেঙ্গুরোগীরা জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: খুলনায় ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদনে বলা হয়, জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আটজন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে দুজন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭৩ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮ জন। মারা গেছেন দুজন।

এম এ মালেক/জেএস/এমএস