খুলনায় ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সায়রা বানু (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাট জেলার বাহিরদিয়া এলাকার বাসিন্দা।

রোববার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সায়রা বানু ৩১ আগস্ট খুমেক হাসপাতালে ভর্তি হন। রোববার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে খুমেকে আটজনসহ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে ডেঙ্গুতে ২ গৃহবধূর মৃত্যু

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় খুমেকে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন। বর্তমানে হাসপাতালে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আলমগীর হান্নান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।