ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দোহারে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২২ মার্চ ২০১৬

ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা জেলার দোহার উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্কাবস্থা রয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে দোহারের নারিশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শিমুলিয়া ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। সকাল ৮টার পর থেকেই এখানকার ভোটারার কেন্দ্রে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটরদের সংখ্যাও বাড়তে থাকে। তবে সকাল বেলায় পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।

দুই মাসের বাচ্চাকে ঘরে রেখে ভোট দিতে এসেছেন সুমি আকতার। তিনি জাগো নিউজকে বলেন, ‘ঘরের কাজ করতে হবে। ভোট দিয়ে বাড়িতে গিয়ে রান্নাও করতে হবে। তাই সকাল বেলাতেই চলে এসেছি। আমি বাড়ি গেলে মেয়ের বাবা কেন্দ্রে আসবেন।  

কোনো ভয়ভীতি নেই বলে উল্লেখ করে এ কেন্দ্রের শামসুল নামের এক ভোটার বলেন, ‘অনেকেই ভোটের আগে অনেক কথা বলেছেন। ভয়ও দেখিয়েছেন কেউ কেউ। কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশা করছি, কোনো প্রকার সমস্যা হবেও না। ভালোভাবেই ভোট শেষ হবে।

আনারস প্রতীক নিয়ে এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সালাউদ্দিন দরানী। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দৌঁড়াচ্ছেন নিজের ভোটার এবং এজেন্টদের আশ্বস্ত করতে। তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলে কেউ আমার জয় ঠেকাতে পারবে না।

কেন্দ্রের দায়িত্বে আছেন পুলিশের এসআই আমিনুল ইসলাম। নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না বলে আশা করি।

এএসএস/এআর/জেএইচ/পিআর