ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে চুয়াডাঙ্গার দর্শনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. আলাউদ্দিন সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

আরও পড়ুন: ১০ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইউনুছ 

ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০০২ সালের ৩০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার অভিযোগে তিনটি মামলা হয়। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় চলতি বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক তাকে ১৬ বছরের কারাদণ্ড দেন।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস