ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাজিরা দিতে কিশোরগঞ্জ আদালতে বিএনপি নেতা চাঁদ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১০:৪১ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় হাজিরা দিতে রাজশাহী বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জে আদালতে আনা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে তাকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।

আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জে আদালতে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

এসকে রাসেল/জেএস/জেআইএম