ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে বিএনপিসহ ৭ প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

প্রকাশিত: ০৫:১৫ এএম, ২২ মার্চ ২০১৬

ভোট কারচুপি, অনিয়মের অভিযোগ এনে বরিশালে বিএনপির ৫ প্রার্থীসহ ৭ জন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে হিজলা উপজেলার ৪টি ইউনিয়নে বিএনপির প্রার্থী রয়েছে। এরা হলেন-মেমানিয়া ইউনিয়নে আফসার উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়নে মনজুর কবীর, গুয়াবাড়িয়া ইউনিয়নে আলী আহমেদ হাওলাদার এবং বড়জালিয়া ইউনিয়নে কলিলুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর জেলা বিএনপির দফতর সম্পাদক নুরুল আলম রাজু।

এদিকে, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান, উজিরপুর উপজেলার শাপলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন এবং আগৈলঝাড়া উপজেলার বাকলি ইবুনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লাবনী আক্তার।

সাইফ আমীন/এসএস/পিআর