পদ্মায় নৌকাডুবে কৃষক নিখোঁজ
রাজবাড়ীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় কুদ্দুস মণ্ডল (৫৮) নামে এক কৃষক নিখোঁজের ঘটনা ঘটেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাংশার হাবাসপুরে এ ঘটনা ঘটে।
কৃষক কুদ্দুস মণ্ডল পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামের মৃত উজির মণ্ডলের ছেলে।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান পদ্মায় নৌকা ডুবির বিষয় নিশ্চিত করে বলেন, নদীর ওই পারে চরে প্রতিদিন নৌকা নিয়ে কাজ করতে যায় কৃষকরা। আজ সকালে একটি নৌকায় করে ১১জন কৃষক নদী পার হওয়ার সময় ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে নৌকায় থাকা সবাই পারে উঠলেও নিখোঁজ হন কুদ্দুস মণ্ডল নামের এক কৃষক। শুনেছি তিনি সাঁতারও জানেন না। ঘটনার পর থেকেই স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করেছে। কিন্তু এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে নিখোঁজ, লাশ হয়ে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে। তবে এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
রুবেলুর রহমান/জেএস/জিকেএস