ডেঙ্গু কেড়ে নিলো যুবকের প্রাণ
ফাইল ছবি
যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইয়াসিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। ইয়াসিন অভয়নগর উপজেলার বাগুটিয়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
সোমবার (৪ সেপ্টেম্বর) যশোর জেলা সিভিল সার্জনের কার্যালয় ও যশোর ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) পার্থ প্রতীম চক্রবর্তী জানিয়েছেন, ইয়াসিন নামের এই যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ আগস্ট খুলনা থেকে যশোরে এসে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে চিকিৎসক তাকে খুলনা বা ঢাকায় রেফার করেন। রোগীর স্বজনরা তাকে খুলনা বা ঢাকায় না নেওয়ায় যশোর হাসপাতালের আইসিইউ বেড খালি হওয়ার পর ২ সেপ্টেম্বর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ সেপ্টেম্বর দুপুরে সে মারা যায়।
আরও পড়ুন: বরিশালে আরও ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু
সিভিল সার্জন যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত যশোরে ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৩ জন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত আট মাসে যশোরে ছয়জনের মৃত্যু হলো।
মিলন রহমান/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ২ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৩ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৪ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’
- ৫ বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী পার্থ, মনোনয়ন প্রত্যাহার গোলাম নবীর