ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাজেদা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার স্বজনকান্দা গ্রামের মো. বাহাদুরের স্ত্রী।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার বিকেলে মাজেদা বেগম নামে ওই নারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। বর্তমানে হাসপাতালে ২১৪ জন রোগী চিকিৎসাধীন আছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৮১ জন রোগী।

এন কে বি নয়ন/এমআরআর/এমএস