ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোনার দোকানে কেউ করছিলেন চুরি, কেউ দিচ্ছিলেন পাহারা

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে মুখোশ পরে নিউ স্বর্ণ ভূবন নামের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে।

দোকানমালিকের দাবি, চোরচক্র তার প্রায় ৫০ ভরি সোনা নিয়ে গেছে। তবে পুলিশ বলছে, চুরি যাওয়া সোনার পরিমাণ ২৫-৩০ ভরি হতে পারে।

সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে এ চুরির ঘটনা ঘটে বলে ওই দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে গেছে।

স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট খোলার সময় মেহজাবিন স্টোরের মালিক বাদল প্রথমে মাকের্টের প্রধান ফটকের তালা কাটা দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ও নিউ স্বর্ণ ভূবনের মালিক মানিক মজুমদারকে জানান।

মানিক মজুমদার বলেন, ‘বাদল আমাকে জানানোর পর প্রথম প্রধান ফটকের তালা কাটা দেখলেও আমার দোকানের তালা কাটা খেয়াল করিনি। কিছুক্ষণ পরে কর্মচারী রিপন সাহা দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের দুটি তালা কাটা এবং সবকিছু এলোমেলো। চোর চক্র আমার প্রায় ৫০ ভরি সোনা নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। বিষয়টি চাঁদপুর সদর মডেল থানাপুলিশকে জানিয়েছি।’

jagonews24

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অত্যন্ত কৌশলে ৮-১০ জনের চোরচক্রের সদস্যদের কেউ রাস্তার দুপাশে দাঁড়িয়ে লোকজন আসছে কি না পর্যবেক্ষণ করছেন। আবার কেউ মার্কেটের সামনে বসে রয়েছেন। তবে সবাই মুখোশ পরা ছিলেন। তারা মার্কেটের মূল ভবনের তালা কাটার সময় কাপড় দিয়ে কৌশলে নিজেদের আড়াল করে রাখেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। এ মুহূর্তে কোনো কথা বলা যাবে না।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, ২৫-৩০ ভরি সোনা চুরি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন হবে।

এসআর/এমএস