অফিসের সামনেই মোটরসাইকেলের ধাক্কা, যাওয়া হলো না কর্মস্থলে
মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু বাকের খন্দকার (৬০) নামের একজন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবু বাকের খন্দকার শরিয়তপুরের বাসিন্দা। তিনি বড়মেহের এলাকার পাওয়ার গ্রিডের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহত নাসির উদ্দিন খান ও মো. জালাল মিয়া মস্তফাপুরের চাপাতলী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: অজ্ঞাত পরিবহন কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আবু বাকর। অফিসের সামনে আসলে তাঁতীবাড়িগামী একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নাসির উদ্দিন খান ও মো. জালাল মিয়া গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/জিকেএস