ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফুটবল খেলায় দর্শকের হামলা, আহত ৫ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩

জামালপুরের মেলান্দহে আন্তঃস্কুল ফুটবল খেলায় দর্শকের হামলার ঘটনায় অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে এক শিক্ষার্থীকে গুরুত্বর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত মালঞ্চ এম এ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন, অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে। এতে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে তিন কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন: বদরুন্নেসা কলেজে সংঘর্ষ: ছাত্রলীগকর্মী লাকি ইসলাম বহিষ্কার

এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় এম এ গফুর উচ্চ বিদ্যালয় বনাম সাধুপুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম অংশ নেয়। নির্ধারিত সময়ে দুদলের মধ্যে গোলশূন্য ড্র হয়। খেলায় ট্রাইবেকারের সময় সাধুপুর উচ্চ বিদ্যালয়ের ফুটবলার শট দিলে এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের গোলকিপারের হাত থেকে বল ফসকে দর্শকের গায়ে লাগে। এ নিয়ে একদল উত্তেজিত দর্শক এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম ও দর্শকের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হন। গুরুতর আহত এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জহুরুল ইসলামকে জামালপুর জেনারেল হাসপাতাল এবং জাকির হোসেন ও রোকন হাসানকে মেলান্দহ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সোমবারের ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নামে। এসময় তারা জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, অগ্নিসংযোগ ও বিক্ষোভ করতে থাকেন।

আরও পড়ুন: কালকিনিতে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে আহত ৭

এসময় মহাসড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা ও মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা দুপুর থেকে অবরোধ তুলে নেয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা হয়েছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনায় সড়ক অবরোধ করে। ইউএনও এবং আমি ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

মো. নাসিম উদ্দিন/জেএস/এএসএম