বদরুন্নেসা কলেজে সংঘর্ষ: ছাত্রলীগকর্মী লাকি ইসলাম বহিষ্কার

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় লাকি ইসলাম ওহী নামের এক ছাত্রলীগকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয় এবং কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়।

আরও পড়ুন>>> সমাবেশ থেকে ফেরার পর ক্যাম্পাসে সংঘর্ষ

এর আগে গত ১ সেপ্টেম্বর ছাত্রলীগের সমাবেশ থেকে ক্যাম্পাসে ফেরার পর সংঘর্ষে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। এতে বেশ কয়েকজন আহত হয়। ওইদিন বদরুন্নেসা কলেজ ছাত্রলীগ/সমাবেশ থেকে ফেরার পর ক্যাম্পাসে সংঘর্ষ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়।

জানতে চাইলে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন বলেন, ওই দিনের ঘটনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের ডেকে ঘটনার বিস্তারিত শুনেছেন। আমরা ঘটনার পুরোটা বলেছি। এখন তারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এতে আমরা সন্তুষ্ট।

নাহিদ হাসান/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।