ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৮ জন ডেঙ্গুরোগী। বর্তমানে জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. এনামুল হক বলেন, ২ সেপ্টেম্বর রাতে আব্দুল হালিম (৮০) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাতে তিনি মারা যান। এছাড়া ৪ সেপ্টেম্বর রাতে আলীম নামের এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার ১৬ ঘণ্টা পরে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: তিস্তায় গোসলে নেমে নিখোঁজ ২ এইচএসসি পরীক্ষার্থী

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে আরও ৭২ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। বর্তমানে হাসপাতালটিতে ২৪২ জন চিকিৎসাধীন।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৬ হাজার। এর মধ্যে পাঁচ হাজার ৪৮৪ জন সুস্থ হয়েছেন।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস