ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সভা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার ৫ যুবদল নেতা

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ৫ যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নবগ্রাম-সরুপাই সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জায়েদুর রহমান তুষার, যুবদল নেতা শাকিল মোল্লা, বাদল, মাসুম শিকদার ও আলমাছ মিয়া। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জায়েদুর রহমান তুষার জানান, তারা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতার বাসায় সাংগঠনিক মিটিং শেষে চারটি মোটরসাইকেল নিয়ে হরিরামপুরে ফিরছিলেন। সদর উপজেলার আন্ধারমানিক মোড় থেকে তাদের ফলো করে দুর্বৃত্তরা। বিষয়টি তখন বুঝতে পারেননি। এরপর ফাঁকা রাস্তায় দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন: ফুটবল খেলা নিয়ে রাজেন্দ্র কলেজের হোস্টেলে হামলা, ১৬ ছাত্র আহত

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

আহত জাহিদুর রহমান তুষারের ভাই জেলা পরিষদ সদস্য হায়দার আলী জানান, তুষারকে ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়েছে। তার ডান কান, ডান পা ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখম হয়েছে। কয়েকজনকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই বিষয়টি ভালোভাবে জানা যাবে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি।

বি.এম খোরশেদ/জেএস/এএসএম