ফুটবল খেলা নিয়ে রাজেন্দ্র কলেজের হোস্টেলে হামলা, ১৬ ছাত্র আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:০৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বায়তুল আমানে অবস্থিত কবি জসীমউদ্দিন হলে বহিরাগত দুর্বৃত্তের হামলায় অন্তত ১৬ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় হোস্টেলের টেবিল, চেয়ার, দরজা-জানালাসহ নানা জিনিসপত্র ভাঙচুর করা হয়। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কলেজ ও পুলিশ সূত্রে জানা যায়, রাজেন্দ্র কলেজের বায়তুল আমান শাখায় ফুটবল খেলা কেন্দ্র করে কলেজটির কবি জসীমউদ্দিন হলের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে ২৫ থেকে ৩০ জন বহিরাগত যুবক লাঠিসোঁটা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে কলেজটির কবি জসীমউদ্দিন হলে ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় অন্তত ১৬ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা বলেন, ফুটবল খেলা কেন্দ্র করে স্থানীয় বখাটে ও দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে কলেজের অন্তত ১৫ থেকে ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। এসময় জসীমউদ্দিন হলের টেবিল-চেয়ার, দরজা-জানালাসহ নানা জিনিসপত্র ভাঙচুর করেছে। শিক্ষার্থীদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও বলেন, শহরের বায়তুল আমানে অবস্থিত রাজেন্দ্র কলেজের অনার্স-মাস্টার্স শাখার মাঠে ও কলেজের হোস্টেলের আশপাশে নিয়মিত মাদক ও জুয়ার আড্ডা বসে। এছাড়া আমাদের কলেজের মাঠ দখল করে বহিরাগতরা আমাদের কলেজ ও হোস্টেলের শিক্ষার্থীদের খেলতে বাধা সৃষ্টি করছে। যেটা বড় দুঃখজনক। একাধিকবার প্রতিবাদ করা হলেও এর প্রতিকার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া কর্তৃপক্ষকে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।