ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

চুয়াডাঙ্গায় মোহাম্মদ রফিক (৪০) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় দেন।

মোহাম্মদ রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়ের এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

আরও পড়ুন: যশোরে মাদক কারবারির যাবজ্জীবন

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট বেলাল উদ্দিন জানান, ২০২০ সালের ৪ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দৌলতদিয়াড়ের রফিকের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। পরে তার বসতঘর তল্লাশি করে ১৯টি অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার হয়। এরপর কিছু পরে আটক হয় মাদক কারবারি রফিক। ওই দিন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ একই বছরের ১৫ জুন আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় ছয় সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম