ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জুট মিলের সুপারভাইজার হত্যা, একযুগ পর আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩

যশোর অভয়নগরের নওয়াপাড়া জুট মিলের সুপারভাইজার আসলাম হাবিব হত্যাকাণ্ডের একযুগ পর একমাত্র আসামি নয়নকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল ৮ম আদালতের বিচারক সুরাইয়া সাহাব এ রায় দিয়েছেন। নয়ন যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মোকাদ্দেছ আলীর ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

মামলার বিবরণে জানা গেছে, নওয়াপাড়া জুট মিলের সুপারভাইজার আসলাম হাবিব ও তার ভাই রবিউল ইসলাম নওয়াপাড়া বেতারের সামনে একটি তিনতলা ভবনে বসবাস করতেন। ২০১১ সালের ১৫ জুলাই রাতে আসামি নয়ন আসলাম হাবিবের বাসায় গিয়েছিলেন। খাওয়া-দাওয়া শেষে সপরিবার ঘুমিয়ে পড়েন আসলাম হাবিব। গভীর রাতে নয়ন ফের ওই বাড়িতে গিয়ে আসলাম হাবিবকে ঘুম থেকে ডেকে তোলেন। একপর্যায়ে রাতে সেখানে থাকতে চান। পরে নয়নকে নিয়ে আসলাম হাবিব একটি ঘরে ঘুমিয়ে পড়েন। এরমধ্যে নয়ন ঘুম থেকে উঠে পানি ও ভাত খেতে চান আসলামের স্ত্রীর কাছে। ভাত না থাকায় পানি খেয়ে রান্না ঘরে ঘুমাতে চলে যান নয়ন।

ভোরে ঘুম থেকে উঠে আসলামের স্ত্রী দেখেন মশারি খোলা, নয়ন রুমে নেই। মেঝেতে রক্ত, আসলাম হাবিবের গলা কাটা। পরে পুলিশ আসলাম হাবিবের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আসলাম হাবিবের ভাই শামসুর রহমান অভয়নগর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত থাকায় নয়নকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই শরীফ হাবিবুর রহমান। সাক্ষ্যগ্রহণ শেষে আসামি নয়নের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

মিলন রহমান/আরএইচ/জিকেএস