ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে: খায়রুজ্জামান লিটন

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

নির্বাচন এলেই বিএনপিসহ একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে। দেশের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে, দেশে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই। শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এসব কথা জানান।

খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়, মানুষের কল্যাণ হয়। আর বিএনপি থাকলে লুণ্ঠন করে, নির্যাতন করে। ২০০১ সালের প্রহসনের নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। বিএনপির আমলে সারের দাবিতে, বিদ্যুতের দাবিতে আন্দোলনে গুলি করে হত্যা করা হয়েছে। জামায়াত-বিএনপি, জেএমবির অত্যাচার-নির্যাতন আপনারা নিশ্চয় ভুলে জাননি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে আমরা দুষ্টু লোকের মিষ্ট কথায় ভুলতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রতাপ চন্দ্র মুন্ডার সভাপতিত্বে উন্নয়ন ও শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান বিপ্লব, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

এসজে/জেআইএম